প্রবাস ডেস্ক: ইতালির নাগরিকরা তৃতীয় সন্তান জন্ম দিলেই তাদেরকে পুরস্কার হিসেবে জমি দেবে দেশটির সরকার। খবর ডয়চে ভেলে।
ইউরোপের দেশগুলোর মধ্যে এই মুহূর্তে শিশুজন্মের হার সবচেয়ে কম ইতালিতে। ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়েই চলেছে। গত বছর ইতালিতে মাত্র ৪ লাখ ৬৪ হাজার শিশুর জন্ম নিবন্ধন হয়েছে। তাই জন্মহার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার।
জানা গেছে, উগ্র ডানপন্থি লিগ পার্টির এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে, তাদের বিনামূল্যে এক খণ্ড জমি দেয়া হবে।
অবশ্য সব দম্পতিকেই জমি দেয়া হবে, এমনটা নয়। এদিকে বিদেশিরাও এই পুরস্কার পেতে পারেন। তবে বলা হচ্ছে, যেসব বিদেশি পরিবার অন্তত দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইতালিতে বসবাস করছেন, কেবল তারাই এই সুযোগ পাবে।
মূলত গ্রামের মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নিতে চলেছে দেশটির সরকার।
ইতালির কৃষিমন্ত্রী গিয়ান মার্কো চেনতিনাইয়ো এই পরিকল্পনার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, শহরের তুলনায় গ্রামের মানুষ এখনও বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। আর সরকারের মালিকানায় প্রায় ৫ লাখ হেক্টর চাষযোগ্য জমি আছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এভাবে জন্মহার বাড়ানোর উদ্যোগ নিলেও কাজটি মোটেই সহজ হবে না। উদ্যোগটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। করিয়েরে ডেলা সেরা পত্রিকার প্রশ্ন, বিনামূল্যে না দিয়ে, জমিগুলো তাদের কাছে বিক্রি করা হবে না কেন?
জমি বিক্রির টাকাটা সরকারের প্রয়োজনীয় খাতগুলোতেই ব্যয় করা যাবে বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।