বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:২২:৩৩

ট্রাম্পকে বৃটেনে নিষিদ্ধ চান বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

ট্রাম্পকে বৃটেনে নিষিদ্ধ চান বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে মুসলমান বিদ্বেষী মন্তব্য করায় বৃটেনে তাকে নিষিদ্ধ দেখতে চান বৃটিশ সাংসদ ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ এ মন্তব্য করেন। ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার জন্য অনলাইনে যে প্রচারণা চলছে সেটিতেও তার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন টিউলিপ। ওই সাক্ষাৎকারে টিউলিপ বলেন, ‘আমার কাজিনরা আমেরিকায় থাকে এবং তারা আমেরিকার নাগরিক। ট্রাম্পের কথা অনুসারে আমি আমার ধর্মের কারণে কাজিনদের সাথে দেখা করতে আমেরিকা যেতে পারব না। তার মন্তব্যকে আমি শুধু অসৌজন্যমূলকই বলব না, এটা রীতিমতো বিরক্তিকর। যে মানুষটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরের আসনে বসতে চায় তিনি কীভাবে এধরনের একটা মন্তব্য করতে পারেন?’ টিউলিপ আরও বলেন, ‘আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ করছি, তখন তিনি সেটি উসকে দিচ্ছেন। আমি যদি পারতাম, তাহলে বৃটেনে তাকে নিষিদ্ধ করতাম। আমি মনে করি ট্রাম্প যে ধরনের কথা বলেছেন তা সংখ্যালঘুদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ। আমি পারলে তাকে আমার দেশে নিষিদ্ধ করতাম, কারণ আমরা ডোনাল্ড ট্রাম্পের মতো বিষাক্ত কিছুকে আমাদের দেশে চাই না, যে ঘৃণা ছড়ায় ও আমাদের সমাজকে বিষাক্ত করে। বিশেষ করে মুসলিম সমাজ, সারা বিশ্বে তাদের নামে যা হচ্ছে তাতে তারা শঙ্কিত বোধ করছেন।’ ৯ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে