সময়টা এখন অনলাইন মিডিয়ার : রোশনারা
প্রবাস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রোশনারা আলী বলেছেন, প্রিন্ট মিডিয়ার দিন আর নেই। তারা এখন টিকে থাকার সংগ্রামে নেমেছে। সময়টা এখন অনলাইন মিডিয়ার।
গতকাল বুধবার লন্ডনে ‘বিশ্ববাংলানিউজ২৪ডট কম’ নামে একটি অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রোশনারা আলী বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অর্জন কম নয়। ব্রিটিশ পার্লামেন্টে এখন তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ব্রিটিশ সোসাইটির বিভিন্ন উচ্চ পর্যায়েও এখন বাংলাদেশিদের অবস্থান।
তিনি বলেন, বাংলাদেশের সন্তানরা এ সোসাইটিতে টিকে থাকার যোগ্যতা অর্জন করছে। এসব অর্জন ইতিবাচকভাবে মিডিয়ায় তুলে ধরলে কমিউনিটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অর্জনের সীমানাও বিশাল হবে বলে জানান তিনি।
মূলধারায় কমিউনিটির চূড়ান্ত সাফল্য অর্জনের আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সবার প্রতি আহ্বান জানান রোশনারা আলী।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববাংলানিউজ২৪ডট কম’র সম্পাদক শাহ এম রহমান বেলাল, নির্বাহী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, আব্দুল হান্নান প্রমুখ।
১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�