বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৪:২২

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগালে প্রস্তুতি সভা

মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগালে প্রস্তুতি সভা

রনি মোহাম্মদ, (লিসবন,পর্তুগাল) প্রতিনিধি: ডিসেম্বর হলো বাঙালি জাতির বিজয়ের মাস। বাংলাদেশের জন্মযুদ্বে দেশে অবস্থানরত সাধারন জনতার যেমন অবদান রয়েছে তেমনি ইউরোপের বাঙ্গালীদের অবদান ছিল অনেক। ৭১এ যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধিনতা আর সার্বভৌমত্বের ওপর আজ আধিপত্যবাদীদের লুলুপ দৃষ্টি পড়েছে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধিনতা রক্ষায় সর্বস্তরের প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে ব্যাপকভাবে বিজয় দিবস পালনের সিদ্বান্ত নেয় 'সেভ বাংলাদেশ পর্তুগাল'। এই উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় ফুড ভিলেজ রেস্টুরেন্টে 'সেভ বাংলাদেশ পর্তুগাল' নব গঠিত নির্বাহী কমিঠির প্রথম বৈঠকে সিদ্বান্ত নেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের আহবায়ক ও বিশিষ্ট কমিউনিটি নেতা মারতিম মনিজ জামে মসজিদের সভাপতি জনাব সোলেমান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন অফ পর্তুগালের সাংগঠনিক সম্পাদক জনাব জুবায়ের মিয়া, সেভ বাংলাদেশ পর্তুগালের যুগ্ম আহবায়ক বাংলাদেশ কমিউনিটি নেতা জনাব তাহের আহমদ, আব্দুল আহাদ, হেলাল আহম, কামাল আহমদ,শামসুল ইসলাম, দৈনিক মুক্ত বাংলা পর্তুগালের প্রতিনিধি মাহবুব সুয়েদ, সেভ বাংলাদেশ পর্তুগাল প্রচার সম্পাদক মোশাররাফ হুসেন, দফতর সম্পাদক ওমর শরিফ সহ সংঠনের কার্যনির্বাহী কমিঠির সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৯তারিখ রাত ৮-৩০টায় রোজ-শনিবার, লিসবনের স্থানীয় কাসা দা কভিলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজনের সিদ্বান্ত গৃহীত হয়। উক্ত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দলমত নিরবিশেষে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত হওয়য়ার উদাত্ত আহবান জানান। পাশাপাশি আগামীতে বাংলাদেশের সকল জাতীয় দিবস সমুহ এবং দেশের স্বাধিনতা সার্বভৌমত্ব বিরুধী যে কোন কার্যক্রমের বিরুদ্বে সংঠনটি সর্বদা সোচ্চার ভুমিকা পালনে সক্রিয় থাকার প্রত্যেয় ব্যাক্ত করা হয়। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে