বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৭:১৯:৩৭

শিগগিরই প্রবাসী হেল্প ডেস্ক চালু: সাইদ খোকন

শিগগিরই প্রবাসী হেল্প ডেস্ক চালু: সাইদ খোকন

আবু তাহির, ফ্রান্স প্রতিনিধি: ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন প্রবাসীদের কল্যাণে শীঘ্রই প্রবাসী হেল্প ডেস্ক চালু করবে।প্রবাসীদের বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টস সহজে পেতে ও প্রবাসীদের সহায়তায় এ হেল্প ডেস্ক ফলপ্রসূ কাজ করবে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন।জলবায়ু সম্মেলনে আগত মেয়রের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন ঢাকা অনেকটা পরিবর্তন হয়েছে,সময়ের সাথে আরো পরিবর্তন হবে।বিশ্বের অন্যতম জনবহুল নগরী ঢাকাকে একটি বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। উন্নত বিশ্বের দেশগুলোতে নগরবাসীরা যে সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকে আমি সে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যবস্থায় কাজ করে যাচ্ছি।যাতে আমরা আগামী প্রজম্মের জন্য একটি উন্নত ও আধুনিক নগরী রেখে যেতে পারি। উন্নত বিশ্বের মতো নগর পরিষ্কার পরিচ্চন্ন রাখতে শুধু সরকার নয় জনগনেরও সচেতনতা, সহযোগিতার অধিক প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। এসময় প্রবাসীদের কল্যাণে সবধরনের সহায়তা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন ।ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশীদের ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে বিনিয়োগের আহবান জানিয়ে তিনি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। প্যারিসের রিপাবলিকে ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু,প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ উপস্হিত ছিলেন। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে