কৌশলী ইমা , নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে খাবার না দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। উম্মে ফেরদৌসি নামের ৩৮ বছরের ওই গৃহবধূ তার শ্বশুর-শাশুড়িকে খাবার দিতেন না। তার কাছে খাবার ও পানি ভিক্ষা চাইতে বাধ্য করতেন।
এমনকি ছুরি দিয়ে তাদের আঘাতও করেছেন বলে জানা গেছে। ফ্লোরিডার পুলিশ সূত্রে জানা জানা গেছে, শ্বশুর ও শাশুড়িকে অভুক্ত রাখতেন ফেরদৌসি। একাধিকবার তিনি তাদের খাবার ও পানি দেননি। ফলে তারা অপুষ্টিহীনতায় ভুগছেন। তাদের চিকিৎসা প্রয়োজন।
ফেরদৌসির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার শাশুড়িকে খাবার ও পানি ভিক্ষা চাইতে বাধ্য করতেন। বলতেন, ‘বাংলাদেশে থাকলে তো এভাবেই থাকতে হতো’।
শাশুড়ি পুলিশকে জানিয়েছেন, খাবার ধরতে গেলে ফেরদৌসি তার ছুরি দিয়ে ডান হাত কেটেছেন। পুলিশ নিশ্চিত করেছে, সত্যিই তার ডান বাহুতে কাটার চিহ্ন রয়েছে। ফেরদৌসির স্বামীও দেখেছেন, জোর করে মায়ের হাতে খামছি দিতে দেখেছেন। এতে তার ডান হাতে আঁচড় পড়েছে।
ফেরদৌসির বিরুদ্ধে বৃদ্ধ ব্যক্তিকে নিপীড়ন এবং ৬৫ বছরোর্ধ্ব ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। তাকে ব্রেভার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাটি ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।-জাগো নিউজ