শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৯:২৬

দেহ দান করলেন তসলিমা নাসরিন

দেহ দান করলেন তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত লেখিকা তরসলিমা নাসরিন তার বিতর্কিত লেখালেখি ও কাথার কারণে ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি ভারতে বসবাস করছেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষার সার্থে এবং হাসপাতালে রিসার্চের কাজে মৃতদেহের প্রয়োজনে নিজের মরণোত্তর দেহ দান করেছেন এই লেখিকা। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে উইল করছেন তিনি। ফেসবুকে তথ্যটি নিজেই জানিয়েছেন তসলিমা। আজ শুক্রবার ফেসবুক থেকে তার দেয়া সেই তথ্যটি এমটি নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ‘ছবিগুলো কাল রাতের। নতুন একটি শাড়ি পরেছিলাম। নাল্লি থেকে কেনা শাড়ি। এক বন্ধুর দেওয়া। বন্ধুটির সঙ্গেই বেরিয়েছিলাম। এক লইয়ারের কাছে গিয়েছিলাম। উইল করতে। আর মরণোত্তর দেহদান করতে। দেহদানের ব্যাপারে , যখন কলকাতায় ছিলাম, গণদর্পন সংস্থার সঙ্গে লেখাপড়া হয়ে গিয়েছিল। মৃত্যুর পর কলকাতার মেডিক্যাল কলেজে দেহটা নিয়ে যাওয়ার ব্যবস্থা ওদেরই করার কথা ছিল। যেহেতু আমাকে কলকাতায় আর যেতে দেওয়া হয় না, সেহেতু সে আশায় জলাঞ্জলি দিতে হচ্ছে। যে শহর আমাকে জীবিত যেতে দিচ্ছে না, সে শহরে আমাকে মরলেও যেতে দেবে না। অথবা দিলেই বা যাবো কেন? আমার বুঝি অভিমান হয় না? মরণোত্তর দেহদানটা তাই এমনভাবে করছি যে যে শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, সে শহরের হাসপাতালে দেহটা দেওয়া হবে। দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এইমসে। নিউইয়র্কে করলে বুথ মেমোরিয়াল বা বেলভিউয়ে। মেডিক্যাল রিসার্চের কাজে মৃতদেহের প্রয়োজন তো পড়েই।’ ১১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে