বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৭:৪২

সৌদিতে শতাধিক প্রবাসী এখন পথের ফকির

সৌদিতে শতাধিক প্রবাসী এখন পথের ফকির

প্রবাস ডেস্ক: সৌদি আরবে বেকার হয়ে জেদ্দা কনস্যুলেটের সাহায্য চাওয়া সেই শতাধিক প্রবাসীকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। যে কারণে তাদের একমাত্র সহায় সম্বল বিছানাপত্র ও পোশাকের ব্যাগ নিয়ে রাস্তায় অবস্থান করছেন তারা। গত কাল মঙ্গলবার সকালে তাদেযের কোম্পানির কর্মকর্তারা কিছু না জানিয়ে হঠাৎ তাদের বের করে দেয়। বর্তমানে তারা সমস্যা সমাধানের আশায় জেদ্দা শহরের ইশারা দাল্লা নামক এলাকায় তাদের কর্মস্থলের কার্যালয় ‘আল বাইক’ এর সামনে অবস্থান করছেন।

সৌদি আরবে প্রবাসী হবিগঞ্জ জেলার আজিজ খান জানান, কিছুদিন আগে আমরা কনস্যুলেটের সহযোগিতায় বকেয়া বেতন পাওয়া ও আরো কিছুর দাবিতে কোম্পানির বিরুদ্ধে লেবার কোর্টে মামলা করি। হয়ত তাই তারা ক্ষেপে গিয়ে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। হয়ত তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে চাপা প্রয়োগ করবে। এ বিষয়ে আমরা জেদ্দা কনস্যুলেটে যোগাযোগ করেছি কিন্তু সন্তোষজনক কোন সাড়া পাচ্ছি না। কনস্যুলেট থেকে বলা হয়েছে যদি কোম্পানির লোকেরা প্রবাসীদের কোথাও নিয়ে যায় তাহলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে শতাধিক প্রবাসীর বেশি রাস্তায় অবস্থান করছেন। 

উল্লেখ্য, গত ০৬ ফেব্রুয়ারি প্রবাসীরাই তাদের সমস্যা সমাধানের আশায় জেদ্দা কনস্যুলেটে ভীর করেছিলেন। তখন সমস্যা সমাধানে কনস্যুলেট আন্তরিকভাবে ব্যাপারটি দেখছিল বলেও জানিয়েছিলেন প্রবাসীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে