শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২৯:২৯

প্রবাসীদের দেশে টাকা পাঠাতে কমিশন বন্ধ করে চার্যবিহীন অর্থ প্রেরণের সুবিধা দেওয়া হবে: অর্থমন্ত্রী

 প্রবাসীদের দেশে টাকা পাঠাতে কমিশন বন্ধ করে চার্যবিহীন অর্থ প্রেরণের সুবিধা দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রবাস ডেস্ক: বর্তমানে ইতালির রোমে সফররত আছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এদিকে তাকে সংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামী লীগ। এদিকে রোমের একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত এক সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীরা দেশের এক একজন অর্থমন্ত্রী। বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার। প্রবাসীদের যৌক্তিক দাবি পূরণে সরকার বন্ধ পরিকর। দেশে লাশ পাঠাতে আর ভিক্ষা করতে হবে না। সরকার সম্পূর্ণ খরচ দিয়ে লাশ পাঠাবে।’

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আজ থেকে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা হবে। টাকা পাঠাতে কমিশন বন্ধ করে চার্যবিহীন দেশে অর্থ প্রেরণ করার সুবিধা দেওয়া হবে। প্রবাসীদের যেসব দাবি মেনে নেওয়ার মত তা সবগুলোই বাস্তবায়ন হবে আশা রাখি।’

এ সময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ খান সহ আরও অনেকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে