শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:২৩:০৯

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মালয়েশিয়ায় তরুণীকে ছুরিকাঘাত, বাংলাদেশির ২০ বছরের কারাদণ্ড

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মালয়েশিয়ায় তরুণীকে ছুরিকাঘাত, বাংলাদেশির ২০ বছরের কারাদণ্ড

প্রবাস ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মালয়েশিয়ান তরুণীকে ছুরিকাঘাত করে মালয়েশিয়া প্রবাসী মো. সাইদুল ইসলাম (২১)।  শুক্রবার (২২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার একটি আদালতে হাজির করা হলে আদালত ৩২৬ ধারা অনুযায়ী ২০ বছরের কারাদণ্ড দেন।

জানা যায়, ২৪ বছর বয়সী নুর জাওয়াতি জয়নাল আবেদিন নামের ওই তরুণীকে দীর্ঘদিন ধরে বাংলাদেশি যুবক মো. সাইদুল ইসলাম প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এবং অসুলভ আচরণ করতেন। কিন্তু তার প্রস্তাবে সাড়া না দেয়ায় গত ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী শহর কোতা দামানসারার একটি শপিংমলের কাছে তরুণীকে ধারালো ছুরি দিয়ে তার মুখে ছুরিকাঘাত করে সাইদুল।  

পরে তাকে চিকিৎসার জন্য ইউনিভার্সিটি মালায় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক জানায়, তরুণীর ঠোঁটের ওপরের অংশে প্রায় পাঁচ ইঞ্চির মতো কেটে গেছে। আহত নারীর অভিযোগে ২০ বছর বয়সী বাংলাদেশি সাইদুলকে আটক করা হয়।

এ ঘটনায় মো. সাইদুল ইসলামকে সাতদিনের রিমান্ড এবং অস্ত্র ব্যবহার করে ওই নারীকে গুরুতর আহত করায় দণ্ডবিধির ৩২৬ ধারার অধীনে আদালতে দোষী সাব্যস্ত হন। এবং তাকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত।-সময়নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে