বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:৩৬:২৭

কলিং বেলে দরজা খুলতেই গুলি, জ্যামাইকায় বাংলাদেশি নিহত

কলিং বেলে দরজা খুলতেই গুলি, জ্যামাইকায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক: নিউইয়র্ক সিটির কুইন্সের সাউথ জ্যামাইকায় নিজ বাসায় খুন হয়েছেন রেজওয়ান কিবরিয়া নামে এক বাংলাদেশি।কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি। তবে আর্থিক লেনদেনে বা দেনা-পাওনার ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা অনেকের। সিটি পুলিশ ঘটনার তদন্ত করছে।

সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সাউথ জ্যামাইকার ১০৩-২৯ ১৭১ স্ট্রিট ঠিকানার নিজ বাড়িতে অবস্থান করছিলেন বাংলাদেশি রেজওয়ান কিবরিয়া (৬২)।

এ সময় তার বাসায় কলিং বেল বাজতে থাকে। দরজা খোলামাত্রই তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুন হওয়া রেজওয়ান কিবরিয়ার দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়ায়। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে নিউইয়র্কে বসবাস করছিলেন।

রেজওয়ান কিবরিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর হওয়ার কথা বলে জানান তার ছেলে ফারদিন।

সূত্র জানায়, স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে ৫-৬ বছর ধরে রেজওয়ান কিবরিয়া ওই বাড়িতে বসবাস করছেন। তিনি বাড়িতেই বেশির ভাগ সময় থাকতেন এবং বাড়িতে সবসময় নানা লোকের আসা-যাওয়া ছিল, যা অনেকের কাছে ছিল অস্বাভাবিক।

স্থানীয় সূত্র জানায়, নিহত রেজওয়ান কিবরিয়ার সঙ্গে অনেকের আর্থিক লেনদেন ছিল। লেনদেনজনিত কারণে হয়তো এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে