প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত ভিসা আইনে দেশটিতে কর্মরত প্রবাসীরা এখন থেকে দেশে থাকা পরিবারকে আমিরাতে নিয়ে যেতে পারবেন। তবে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে এ আইনে। নতুন ভিসা নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রবাসী যদি পরিবার নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আমিরাতে তাদের ব্যয়ভার বহনের সক্ষমতা থাকতে হবে।
দেশে থাকা পরিবারকে আমিরাতে আনার পর তাদের খরচ বহন-সংক্রান্ত আমিরাতের প্রবাসী ভিসা প্রস্তাবনায় পরিবর্তন আনার এ সিদ্ধান্ত রোববার দেশটির মন্ত্রিসভায় গৃহীত হয়। সোমবার এক বিবৃতির মাধ্যমে আমিরাতের মন্ত্রিপরিষদ সচিব এই তথ্য প্রদান করেন।
এই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মান অনুসারে এই প্রস্তাবনায় পরিবারের সদস্যদেরকে নিয়ে থাকতে বিদেশি কর্মীদের যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটিকে আয়ের মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। আরো বলা হয়, বিদেশি কর্মীদের পারিবারিক স্থিতিশীলতা এবং সামাজিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।