বুধবার, ০৩ এপ্রিল, ২০১৯, ১২:২৩:৫০

যে কারণে মার্কিন প্রভাবশালী ফোর্বসের তালিকায় তরুণ দুই বাংলাদিশ উদ্ভাবক!

যে কারণে মার্কিন প্রভাবশালী ফোর্বসের তালিকায় তরুণ দুই বাংলাদিশ উদ্ভাবক!

প্রবাস ডেস্ক:মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে দুই বাংলাদেশি তরুণের স্থান হয়েছে। ম্যাগাজিনটি নিজ নিজ অবস্থান থেকে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী এমন ৩০০ জনের তালিকা তৈরি করে। আর ওই তালিকায় ঠাঁই হয় তরুণ দুই বাংলাদিশ উদ্ভাবকের।

তারা হলেন, অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) হুসাইন এম ইলিয়াস এবং কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।

টানা চতুর্থবারের মতো এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চলতি বছর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশের প্রায় কয়েক হাজার তরুণকে নিয়ে জরিপ করে এ ৩০০ জনকে নির্বাচন করে ফোর্বস এশিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে