প্রবাস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের দুই অভিনেতা ফেরদৌস ও গাজি আবদুন নূর-এর অংশ নেওয়ার ঘটনায় মুখ খুলল কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
বাংলাদেশের নাগরিক হিসাবে তারা যে কাজ করছেন সেটা মোটেই ঠিক হয়নি বলেও জানান উপ হাইকমিশন।
বুধবার সন্ধ্যায় উপ-হাইকমিশন প্রাঙ্গণে মুজিবনগর দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের ফাঁকে উপ-হাইকমিশনার তৌফিক হাসান এসব মন্তব্য করেন।
ফেরদৌসের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না বা ভারতে ফের শ্যুটিং করার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কি না সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৌফিক হাসান বলেন ‘সরকারি ভাবে আমাদের কিছুই জানানো হয়নি। এ বিষয়টি আমরা সংবাদপত্র থেকেই জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে তারা যে কাজ করছেন সেটা সঠিক হচ্ছে না। এরপরই নিজেদের দায়িত্ব নিয়েই আমরা বিষয়টি জানার পরই আমরা তাকে নিষেধ করি।