রবিবার, ১২ মে, ২০১৯, ১২:০৪:২৬

নিউজিল্যান্ডে মিষ্টি ব্যবসায়ী বাংলাদেশি দম্পতির কারাদণ্ড

নিউজিল্যান্ডে মিষ্টি ব্যবসায়ী বাংলাদেশি দম্পতির কারাদণ্ড

প্রবাস ডেস্ক: অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের মাধ্যমে শ্রমিক শোষণের অভিযোগে নিউজিল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত মিষ্টি ব্যবসায়ী এক দম্পতির সাজা হয়েছে।শুক্রবার দেশটির অকল্যান্ড শহরের একটি আদালতে মোহাম্মদ আতিকুল ইসলামকে সাড়ে চার বছর ও তার স্ত্রী নাফিসা আহমদকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গিয়ে পাসপোর্ট আটকে রেখে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও দীর্ঘ সময় ধরে কাজ করানোর অভিযোগ প্রমাণিত হয়েছে এই দম্পতির বিরুদ্ধে। এছাড়া এই তাদের এক কর্মীকে ১৪ মাস ধরে কোনো ছুটি দেওয়া হয়নি।

আতিকুল ও নাফিসার বিরুদ্ধে মানবপাচার, অস্থায়ী কর্মীদের শোষণ ও অভিবাসন সংক্রান্ত অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়। বাংলাদেশ থেকে শ্রমিক আনার সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে এই দম্পতির বিরুদ্ধে।

বাংলাদেশি বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক এক দম্পতির বিরুদ্ধে মানবপাচান অভিযোগ আনা হলেও তা প্রমাণ করতে পারেনি অকল্যান্ড জেলা আদালত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে