প্রবাস ডেস্ক: দুবাইয়ে এক কিলোমিটার দীর্ঘ লাইনে ইফতার করিয়ে গিনেস রেকর্ড গড়লেন ভারতীয় এক প্রবাসী হিন্দু। পবিত্র রমজান মাসে গত শনিবার আবুধাবিতে ‘লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’ গরিব মুসলমানদের মাঝে ইফতার বিলির মাধ্যমে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে পিটিসি হিউম্যানিটি নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা ভারতীয় দুবাই প্রবাসী জোগিন্দর সিং সালিয়ারিয়া।
সাত পদের খাবার ছিলো ইফতারিতে। আবুধাবিতে পেহাল চ্যারিটেবল ট্রাস্ট পিসিটি হিউম্যানিটি রেকর্ড ভাঙা ইফতারে এর দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার। পিটিসি হিউম্যানিটি সংস্থাটির কর্পোরেট অফিস দুবাইতে এবং প্রতিষ্ঠাতা জোগিন্দর সিং সালিয়ারিয়া দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি)তে অফিস পেহাল ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট এলএলসি নামক কোম্পানির প্রাঙ্গনে নিরামিষ ভিত্তিক ইফতার ২০১২ সাল থেকে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন।
জগিন্দর সিং সালারিয়া জানান , আজকের অর্জন আমাদের একটি অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়েছে। রেকর্ড নয় , আমাদের মূল লক্ষ্য হলো দরিদ্র মানুষদের নিরামিষ খাওয়ানোর মাধ্যমে একইসঙ্গে স্বাস্থ্য ভালো রাখা এবং তাদের মুখে হাসি ফুটানো।