বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৩:১৬

নাইজেরিয়ায় তেল পাচারে চার বাংলাদেশির কারাদণ্ড

নাইজেরিয়ায় তেল পাচারে চার বাংলাদেশির কারাদণ্ড

প্রবাস ডেস্ক : নাইজেরিয়ায় অপরিশোধিত তেল পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। চার বাংলাদেশিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওই চার বাংলাদেশি হলেন জহিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইসলাম রফিকুল ও শিবলি নোমান। বুধবার দেশটির দৈনিক নাইজেরিয়া পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মার্চে নাইজেরিয়ার লাগোস লেগুন এলাকার একটি জাহাজে ৩ হাজার ৪২৩ টন অপরিশোধিত তেল অবৈধভাবে পাচারের সময় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে পাঁচ ফিলিপাইন ও চার বাংলাদেশি নাগরিক। আদালতের সরকারি আইনজীবী ইব্রাহীম বুবা বলেন, প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছে। প্রত্যেক অভিযোগের শাস্তি পাঁচ বছর করে কারাদণ্ড হলেও তা একই সময়ে হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা নাইজেরিয়ান দুই কোটি অর্থ দিয়ে দণ্ড থেকে মুক্তি পেতে পারে বলে জানান তিনি। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে