বিজয় দিবসে কানাডায় কাবাডি
প্রবাস ডেস্ক : কানাডায় বিজয় দিবসে অন্যরকম আয়োজন। কানাডার আলবার্টা প্রদেশের ই৪সি জিমে বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটির অব আলবার্টার আয়োজনে উৎসবমুখর পরিবেশে এবার বিজয় দিবস উদ্যাপন ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রবাসে বাংলাদেশি কৃষ্টি ও খেলাধুলার আমেজকে নতুন আঙ্গিকে এ প্রজন্মের তরুণদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সোসাইটির সভাপতি দেলোয়ার জাহিদ।
‘বিজয়ের ৪৪তম বছরে এক অভূতপূর্ব বিজয় সূচিত হয়েছে এবং দেশ-বিদেশে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এটাই আমাদের বড় অর্জন।’ বলেন জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলবার্টা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ককাস চেয়ার ও ডিপুটি চেয়ার অব কমিটিস রিচার্ড ফিহ্যান এমএলএ।
‘রিচার্ড ফিহ্যান বলেন, ‘বহু সংস্কৃতির দেশ কানাডা নানা দেশের সংস্কৃতিকে ধারণ করে ধন্য।’
কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মাহিনুর জাহিদ স্মৃতি ফাউন্ডেশন (সবুজ দল) এবং বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা রানার্স আপ (লাল দল) হয়। সবুজ দলে ছিলেন তানভীর হাসান, মাসুদ ভুইয়া, নিগার ব্রাদার, রকি, ও লাল দলে আহসান উল্লাহ, সাইফুর হাসান, মিজান, রাসেল প্রমুখ।
১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ