শনিবার, ২৯ জুন, ২০১৯, ০২:০৫:২২

ব্যাগভর্তি ১৫ কেজি সোনা পেয়েও ফেরত দিলেন দুবাইতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী মকবুল

ব্যাগভর্তি ১৫ কেজি সোনা পেয়েও ফেরত দিলেন দুবাইতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী মকবুল

ব্যাগভর্তি ১৫ কেজি সোনা পেয়েও ফেরত দিলেন এক ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী। আর এই ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। জানা গেছে, ওই পরিচ্ছন্নতা কর্মীর নাম তাহের আলি মকবুল। যা বেতন পান তা দিয়েই সংসার চালান। এমন আর্থিক অবস্থার মধ্যেও ব্যাগভর্তি সোনা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত রাখেন তিনি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচ্ছন্নতা কর্মী তাহের আলি সাবখা পার্কিং এলাকায় একদিন কাজ করতে গিয়ে একটি ব্যাগে রাখা ১৫ কেজি সোনা পান। এর মূল্য দুবাইতে বাংলাদেশি মূদ্রায় ১৬ কোটি টাকার বেশি। সোনা পাওয়ার পর তিনি ওই এলাকার সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং ব্যাগসহ সোনা ফেরত দেন। মকবুলের সততায় খুশি হয়ে তাকে সম্মানিত করেছেন দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে