বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০১৯, ০৭:২৭:১৭

বড় সুখবর : বাংলাদেশিদের বিনামূল্যে ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত

বড় সুখবর : বাংলাদেশিদের বিনামূল্যে ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সরকার দেশটিতে ১৮ বছরের কম বয়সী বাংলাদেশিসহ বিশ্বের সকল দেশের কিশোরদের জন্য বিনামূল্যে পর্যটক ভিসা দেয়ার ঘোষণা দিয়েছেন। 

সেদিক থেকে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের অন্যতম একটি আমিরাত দুবাইতে যেতেও বিনামূল্যে ভিসা পাওয়ার এই সুবিধা পাবেন ভ্রমণকারী কিশোররা। ৩ জুলাই আমিরাতের ফেডারেল অথরিটি আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ এ তথ্য জানিয়েছে। 

এর আগে গত বছরের জুলাইয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে কিশোরদের বিনামূল্যে ভিসা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮ বছরের নিচের কিশোররা এই ভিসা পাবেন মূলত প্রত্যেক বছরের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে, বিনামূল্যে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। তারা বলছে, ভিসা পাওয়ার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের সঙ্গে তাদের বাবা-মায়ের যে কোনো একজনকে থাকতে হবে। আর এজন্য বাবা অথবা মায়ের জন্য পর্যটক ভিসা, স্বল্প কিংবা দীর্ঘমেয়াদের ভিসা দরকার হবে।

অপরদিকে, এই ভিসা ফি মওকুফের মাধ্যমে পর্যটকরা লাভবান হয়ে আরো বেশি পর্যটককে আমিরাতে যেতে উদ্বুদ্ধ করবেন বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে পররাষ্ট্র কল্যাণ ও বন্দর কর্তৃপক্ষের মহাপরিচালক মেজর জেনারেল সায়িদ রাকান রশীদি বলেছেন, স্মার্ট অ্যাপের মাধ্যমে পর্যটকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাবা-মায়ের সাথে আমিরাত ঘুরতে যাওয়ার জন্য কিশোররা বিনামূল্যের এই ভিসা পাবেন আগামী ১৫ জুলাই থেকে। এছাড়াও আমিরাতের দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমেও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন ভ্রমণকারীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে