প্রবাস ডেস্ক : হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের নিয়ে এ বছর শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় ২৩ জন, মদিনায় চারজন ও জেদ্দায় একজনসহ মোট ২৮ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী।
আজ শুক্রবার বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
তারা হলেন নওগাঁ জেলার শিহাড়ার বাসিন্দা মোহাম্মদ আফসার আলী (৮৯) এবং সিরাজগঞ্জ জেলার দৌলতপুরের বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন (৭০)।
গতকাল বৃহস্পতিবার মক্কায় চার বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তারা হলেন সাতক্ষীরার নগরঘাটার বাসিন্দা আনোয়ারা খাতুন (৬৯), মাদারীপুরের সাহেব রামপুরের বাসিন্দা আবদুল জলিল মিয়া (৭৫), ফেনী জেলা সদরের শামছু ড্রাইভার বাড়ির বাসিন্দা মোহাম্মদ শাহাজাহান (৬১) ও কুমিল্লার বরুড়া উপজেলার জিগাতলার বাসিন্দা আবদুল বারেক (৬১)।