বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ০৩:২১:২৩

ভারতের পতাকা হাতে তসলিমার স্বাধীনতা দিবস উদ্‌যাপন

ভারতের পতাকা হাতে তসলিমার স্বাধীনতা দিবস উদ্‌যাপন

১৫ আগস্ট বাংলাদেশের শোক দিবস হলেও ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ আগস্ট ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। ভারতে বসেই দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তার হাতে দেখা গেছে ভারতের তিন রঙা পতাকা।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা লিখেছেন, '১৬ই ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতাম। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য। আজ ১৫ আগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা।'

'আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দিশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম। তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে