প্রবাস ডেস্ক : হিংসা এবং ধর্মীয় উস্কানী ছড়ানোর অভিযোগে মালয়েশিয়া সরকার জাকির নায়েককে বহিস্কার করার কথা ভাবছে। ইতিমধ্যেই তার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই মালয়েশিয়ার পার্লিসের পর এবার কেদাহ প্রদেশে এই ইসলাম প্রচারকের প্রকাশ্যে ভাষণ দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেদাহের ধর্ম বিষয়ক কমিটির চেয়ারম্যান ইসমাইল সালেহ বলেন, জনগনের মাঝে সম্প্রীতিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
এবার এই ভারতের কথিত ধর্মপ্রচারককে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তসলিমা বর্তমানে ভারতের রাজধানী নতুন দিল্লীতে বসবাস করছেন।
টুইটারে নির্বাসিত এই লেখিকা লিখেন, ‘জাকির নায়েক একজন সত্যিকারের মুসলমান। কারণ একটি মুসলিম দেশও তাকে সহ্য করতে পারে না। মালয়েশিয়া তাকে বহিষ্কার করবে। সত্যিকার মুসলমানরা সমস্যা সৃষ্টিকারী।’
এখানেই না থেমে তসলিমা কিছু আরও বাড়িয়ে বলেছেন, ‘আইএস, তালেবান, আল-কায়েদা ইত্যাদি সত্যিকার মুসলমানের সংগঠন। এটাই ভালো যে একটু নকল মুসলমান হোন। যদি ঘৃণা মানে ভালোবাসা হয়, আর হত্যার মানে চুম্বন হয়; তবে কুরআন পুনঃব্যাখ্যা করবেন।’