বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ১২:২৯:০১

সোহাগ-তানিয়া নি'হত হওয়ার ঘটনায় নতুন মোড়

সোহাগ-তানিয়া নি'হত হওয়ার ঘটনায় নতুন মোড়

প্রবাস ডেস্ক : সোহাগ-তানিয়া নি'হত হওয়ার ঘটনায় নতুন মোড়। আরসালান পারভেজ নন, ১৭ আগস্ট কলকাতার অভিজাত এলাকা শেক্সপিয়ার সরণিতে ঘা'তক গাড়ি চালাচ্ছিলেন আরসালান চেইন রেস্তরার মালিকের বড় ছেলে রাগিব পারভেজ। শুধু তাই নয়, রাগিব দু'র্ঘটনা ঘটিয়ে পরদিন সকালের ফ্লাইটে দুবাই পালিয়ে গিয়েছিলেন। বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার গোয়েন্দা পুলিশ তাকে গাড়ি দুর্ঘটনার দায়ে গ্রেফতার করেছে।

বুধবার সন্ধ্যায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রা'ইম) মরলি ধর শর্মা সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরও বলেন, জাগুয়ার গাড়ির ডেটা অ্যানালাইসিস করে তথ্য নিশ্চিত করেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং এরপরই পুলিশ তদন্ত শুরু করে এই তথ্য আবিষ্কার করে।

এর আগে শনিবার কলকাতা পুলিশ আরসালান রেস্তরার কর্ণধারের বড় ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তাকে ২৯ আগস্ট পর্যন্ত রি'মান্ড দিয়েছেন কলকাতার একটি আদালত।

১৭ আগস্ট কলকাতার শেক্সপিয়ার সরণিতে বৃষ্টির কারণে একটি ট্রাফিক পয়েন্টের পাশে মাইনুল আলম এবং ফারাহানা ইসলাম তানিয়া নামের দুজন বাংলাদেশি পর্যটক দাঁড়িয়ে ছিলেন। রাত পৌনে দুটোর সময় সেখানে একটি দ্র'তগামী জাগুয়ার গাড়ি অপর একটি মার্সিডিজ গাড়িতে ধা'ক্কা দেয়। তাতেই মার্সিডিজ গাড়িটি গিয়ে আ'ঘাত করে ট্রাফিক পয়েন্টে। এতে ট্রাফিক গার্ড শেডটি ভেঙে চা'পা পড়েন বাংলাদেশি দুজন।

ঘটনাস্থল থেকে তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ'ত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খু'ন এবং সরকারি সম্পদ বিনষ্ট করার অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে