তৌহিদ হোসেন : চলতি অর্থবছর (২০১৯-২০) এর জুলাই ও আগস্টে প্রবাসীরা দেশে ২৭ হাজার ১০৮ কোটি ৪০ লাখ টাকা বা ৩০৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে আগস্টে ১৪৮ কোটি ২৮ লাখ ডলার ও জুলাইয়ে ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার আসে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৩১ কোটি ৭০ লাখ ডলার। ওই বছর আগস্টে আসে ১৪১ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ছিলো ২৭২ কোটি ৮০ লাখ ডলার। যা চলতি অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ কোটি ২৫ লাখ ডলার কম।অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বিশেষ করে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নেয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে। এছাড়াও ২ শতাংশ প্রণোদনার ঘোষণায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, অর্থ বছরের হিসেবে ২০১৪-১৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপিতে অবদান রেখেছে ১২ শতাংশের বেশি। বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য, বাহরাইন, কাতার ও ইতালি। সম্পাদনা : মাজহারুল ইসলাম
সূত্র: আমাদেরসময়.কম