প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দু'র্বৃ'ত্তের গু'লিতে শাহেদ (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহ'ত হয়েছেন। সোমবার ভোররাতে রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে দুই পক্ষের গু'লিবর্ষণের ফলে এমন ঘটনা ঘটে।
নিহ'ত শাহেদ যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিনের ছেলে। শাহেদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে।
হা'ম'লায় দুজন গু'রুত'র আহ'ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আ'হ'ত একজনের বাড়ি বাংলাদেশের সিলেটের, আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, নাইট ক্লাবের সামনে দুই পক্ষের ঝ'গড়ার এক পর্যায়ে গু'লিব'র্ষণের ঘটনা ঘটে। এরপরে গু'লিবি'দ্ধ শাহেদকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করে।
ম'য়নাত'দ'ন্ত শেষে আগামীকাল মঙ্গলবার শাহেদের লা'শ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিউ জার্সিতে সন্দ্বীপ সোসাইটির ক'বরস্থা'নে দা'ফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, নি'হ'তের পিতা বাবর উদ্দিন একজন কন্সট্রাকশন ব্যবসায়ী। শাহেদ ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার মৃ'ত্যুতে যুক্তরাষ্ট্রের সন্দ্বীপ কমিউনিটিতে শো'কের ছায়া নেমে এসেছে।