শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:১৭:৪০

রোহিঙ্গারা যদি বাংলাদেশে বাস করতে চায়, বাস করুক : তসলিমা নাসরিন

রোহিঙ্গারা যদি বাংলাদেশে বাস করতে চায়, বাস করুক : তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন : রোহিঙ্গাদের ভাষা শুনে চেহারা দেখে কাপড়-চোপড় দেখে তো মনে হয় তারা যত না বার্মার লোক, তার চেয়ে বেশি বাংলাদেশের লোক। ১১ লক্ষ অশিক্ষিত লোক, তার মধ্যে অনেকেই ব'র্ব'র, চোর, ডা'কা'ত, চো'রাকা'রবা'রি, খু'নী, ধ'র্ষ'ক, ধ'র্মা'ন্ধ, স'ন্ত্রা'সী। 

বাংলাদেশে এমন লোকের কি আদৌ অভাব? বাংলাদেশের লোকদের চরিত্র কি রোহিঙ্গাদের চরিত্র থেকে খুব আলাদা? বাংলাদেশে যদি বাস করতে চায় এরা, করুক। মূলস্রোতে মিশে যাক। ১৫ কোটি মানুষের দেশে ১১ লক্ষ এমন কোনও বড় সংখ্যা নয়। পৃথিবীতে সবারই অধিকার আছে যেখানে খুশি যাওয়ার, যেখানে খুশি বাস করার।

জার্মানি যখন ১১ লক্ষ অশিক্ষিত আরব মুসলমানদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশের লোকেরা খুশিতে হাততালি দেয়নি? দিয়েছে। এখন রোহিঙ্গাদের প্রশ্নে জার্মানির মতো হতে পারছে না কেন? অন্যে উদার হলে ঠিক আছে, নিজের উদার হওয়ার দরকার নেই? 

রোহিঙ্গাদের তুচ্ছতাচ্ছিল্য করছো কেন বাপু? তোমরা যখন ইউরোপ, আমেরিকায় গিয়ে আশ্রয় ভিক্ষে চাও, তোমরাও তখন এক একটা রোহিঙ্গা। তোমরা যখন আরব দেশে কাজ করতে যাও, তোমাদেরও রোহিঙ্গাদের মতো দেখায়। তুমি যখন রোহিঙ্গাদের গালি দাও, তুমি আসলে নিজেকেই গালি দাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে