রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৯:০৫

পদ্মার ইলিশ খাওয়ার অধিকার এপার ওপার সব বাঙালির সমান: তসলিমা নাসরিন

পদ্মার ইলিশ খাওয়ার অধিকার এপার ওপার সব বাঙালির সমান: তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশের প্রথম চালানের ২৪ টন ইলিশ আজ ২৯ সেপ্টেম্বর রবিবার ভারতে যাচ্ছে। শুল্কমুক্ত সুবিধায় প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার প্রায় ৫০০ টাকা ধরা হয়েছে।

আর এ খবরে দেশে অনেকেই সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করেছেন কেউ কেউ। তবে ভারতে ইলিশ রফতানিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

গতকাল শনিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‘আগে তো ৫ হাজার থেকে ৮ হাজার টন ইলিশ যেত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে। তারপর কী হলো? ২০১২ থেকে ইলিশ রফতানি বন্ধ। কেন?

সম্ভবত তিস্তার পানির ভাগ না পাওয়াতে বাংলাদেশ রাগ করেছিল। হঠাৎ সাত বছর পর রাগ অভিমান ধুয়ে জল করে দিল। নিষেধাজ্ঞা তুচ্ছ করে ইলিশ রফতানি করতে বাংলাদেশের মন চাইলো। কেন? পুজোর উৎসবে ইলিশ খাক বাঙালি। ৫০০ টন ইলিশ আসছে এ পুজোয়।

এই নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞাগুলো আমার অসহ্য লাগে। দিল্লিতে সাতটা বছর গুজরাটের ঘাসের-স্বাদের ইলিশকে পদ্মার সুস্বাদু ইলিশ ভেবে কিনেছি। মাছের দোকানিরা তো তাই করে, হাবিজাবি জলের ইলিশকে পদ্মার বলে চালায়, আর ক্রেতার পকেট ফাঁকা করে চলে যায়।

ইলিশ রফতানি চলুক। পদ্মার ইলিশ খাওয়ার অধিকার এপার ওপার সব বাঙালির সমান। নদীর কোনো ধর্ম নেই। ইলিশের কোনো ধর্ম নেই। এরা দেশভাগ কাকে বলে জানে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে