প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সড়ক দু'র্ঘ'টনায় শহীদ ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশির মৃ'ত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে বল্ড হিলসের গিম্পি আর্টেরিয়াল রোডে এই দু'র্ঘ'টনা ঘটে।
নি'হ'ত শহীদ ইসলাম অস্ট্রেলিয়ায় একজন আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট। তিনি ব্রিসবেনের অ্যালবিয়োনে স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে বসবাস করছিলেন।
জানা যায়, একটি চোরাই মিতসুবিশি প্রাইভেটকার তিনজন যাত্রী নিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে উল্টো লেনে বেপরোয়া গতিতে শহীদ ইসলামের প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সং'ঘ'র্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে শহীদ ইসলাম (৩৫) এবং মিতসুবিশি প্রাইভেটকারের ৩২ বছর বয়সী পুরুষ যাত্রী মা'রা যান। মা'রা'ত্মক আহ'ত অবস্থায় পুলিশ ২৮ বছর বয়সী চালককে গ্রেফতার করে।
স্ত্রী ফেরদৌসী ইসলাম ও চার বছরের ছেলে সহিরকে নিয়ে শহীদ ইসলাম শনিবার গ্রিফিনে তাদের নতুন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
ওই বাড়ির পরিচ্ছন্নতার কাজ শেষ করে বর্তমান বাড়িতে ফেরার সময় তিনি দু'র্ঘ'ট'নার শি'কা'র হন। তার মৃ'ত্যুর সংবাদে ব্রিসবেন বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।