প্রবাস ডেস্ক: সৌদি আরবে কাবা শরীফের পাশে একটি সড়ক দুর্ঘ'টনায় বুধবার (১৬ অক্টোবর) ৩৫ জন ওমরাহ যাত্রী মা'রা যান। এদের মধ্যে আব্দুল হালিম (৩০) ও দ্বীন ইসলাম (২৫) নামে দুই বাংলাদেশি সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কলাকতলী এলাকায়। বাবার নাম হাবিব উল্লাহ মিয়া।
বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ১১টার দিকে ছোট ছেলে ইসলাম উদ্দিন মোবাইল ফোনে তার পরিবারকে এ খবর জানান। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। আশেপাশের শতশত লোকজন তাদের বাড়িতে সমবেদনা জানাতে আসেন।
মৃ'তদের ভাই ইসলাম উদ্দিদের বরাত দিয়ে বাবা হাবিব উল্যাহ বলেন, দীর্ঘ দিন ধরে তার ছেলে আব্দুল হালিম, দ্বীন ইসলাম ও ইসলাম উদ্দিন জীবিকার তাড়'নায় সৌদি আরবে বসবাস করে আসছে। গত বুধবার কাজ শেষে জিহরা এলাকা থেকে মদিনা ফেরার জন্য তারা ওমরা যাত্রী বোঝাই একটি গাড়িতে চড়ে। এসময় তারাসহ মোট ৩৯ জন যাত্রী নিয়ে বাসটি গন্তব্যস্থলে আসছিলো।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে হিজরা রোডে একটি লোডারের সাথে ধা'ক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হালিম ও দ্বীন ইসলামসহ ৩৫ যাত্রী মা'রা যায়। গু'রু'তর আহ'ত হন ইসলাম উদ্দিনসহ আরও কয়েকজন। তাদের স্থানীয় আল হামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।