রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০১:১৭:০২

হতভাগা সৌদি প্রবাসীর ইলিশ খাওয়া আর হলো না

হতভাগা সৌদি প্রবাসীর ইলিশ খাওয়া আর হলো না

প্রবাস ডেস্ক:  ঝালকাঠির রাজাপুরে নিষি'দ্ধ সময়ে ইলিশ কিনে বাড়ি ফেরার পথে অতি উৎসাহী কিছু যুবকের তা'ড়া খেয়ে নালায় পড়ে বাবুল হাওলাদার (৫০) নামের এক সৌদি প্রবাসীর মৃ'ত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহ'ত বাবুল হাওলাদার উপজেলার চর উত্তমপুর এলাকার মৃ'ত ইউসুফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে গত কয়েকমাস আগে তিনি বাড়িতে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষে'ধা'জ্ঞা উপেক্ষা করে কিছু অসা'ধু জেলে বিষখালী নদীতে মা ইলিশ ধরে বিক্রি করছে। তাদের কাছ থেকে বাবুল হাওলাদার কিছু মাছ কিনে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ‘মা ইলিশ নিধন প্রতিরো'ধ অভিযানে’র নামে অতি উৎসাহী একটি সং'ঘব'দ্ধ চ'ক্রের সদস্যরা তাকে তা'ড়া করে। এতে ভ'য়ে পালিয়ে যাওয়ার সময় পশ্চিম বড়ইয়া এলাকার ফকিরবাড়ির পশ্চিম পাশে একটি গভীর নালায় পড়ে গিয়ে তিনি নিখোঁ'জ হন।

পরে ওই সং'ঘব'দ্ধ চ'ক্রের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে বাবুলের সঙ্গে থাকা তার ভগ্নিপতি মিরাজ তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং মোবাইল ফোনে পরিবার লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর সহযোগিতায় রাত সাড়ে ১০টার দিকে নালায় বাবুলের ম'রদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ম'রদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, আমরা রাতেই ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। ম'রদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মৃ'ত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে