বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯, ১২:৩৬:৫২

জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় গিয়ে আগুনে পুড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় গিয়ে আগুনে পুড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

মাদারীপুর থেকে : জীবিকার তাগিদে সাউথ আফ্রিকা গিয়ে ডা'কা'তের দেয়া আ'গু'নে দ'গ্ধ হয়ে মাদারীপুর জেলার শিবচরের ইমরান (২৮) নামের এক যুবকের মৃ'ত্যু হয়েছে। 

বুধবার ভোরে সাউথ আফ্রিকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়। এর আগে গত সোমবার রাতে ডা'কা'তের দেয়া আ'গু'নে দ'গ্ধ হয় ইমরান। ইমরানের খালাতো ভাই আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে জমি বিক্রি করে ও ধার করা টাকায় ইমরান সাউথ আফ্রিকা যায়। সাউথ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করত ইমরান। সোমবার রাতে ব'ন্দু'কধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে।

ডা'কা'তি শেষে দোকান আ'ট'কে পেট্রোল ঢেলে আ'গু'ন ধরিয়ে দেয় ডাকাতেরা। এ সময় আবদুর রহিম নামের শিবচরের আরও এক যুবকও আ'হ'ত হয়। গু'রু'তর আ'হ'ত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। 

চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোরে তার মৃ'ত্যু হয়। অন্যদিকে আহ'ত রহিম চিকিৎসাধীন রয়েছে। ইমরানের মৃ'ত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের আ'হা'জা'রি চলতে থাকে। শোক নেমে আসে পুরো এলাকায়।

নি'হ'ত ইমরান উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে। ইমরানের খালাতো ভাই আবদুস সালাম বলেন, ডা'কা'তি করতে এসে ওর গায়ে পেট্রল ঢেলে আ'গু'ন ধরিয়ে দেয় ডাকাতেরা। ওখানকার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিন্তু আজ ভোরে আমরা তার মৃ'ত্যুর খবর পাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে