রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ০১:১১:১৮

জাকির নায়েকের থেকেও বি'প'জ্জ'নক আসাদুদ্দিন ওয়েইসি : তসলিমা নাসরিন

জাকির নায়েকের থেকেও বি'প'জ্জ'নক আসাদুদ্দিন ওয়েইসি : তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : এবার আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে তোপ দাগলেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। তার সাফ কথা, ভারতের পলাতক ইসলাম প্রচারক জাকির নায়েকের থেকেও বেশি বিপজ্জনক ওয়েইসি।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধানের বিরুদ্ধে টুইটারে তসলিমা লেখেন, ‘আমার মতে জাকির নায়েকের থেকেও বি'প'জ্জ'নক আসাদুদ্দিন ওয়েইসি। ধর্মকে কাজে লাগিয়ে জাকির নায়েক উ'গ্রপ'ন্থা ছড়াচ্ছে। এদিকে, ধর্মকে হা'তি'য়ার করে রাজনৈতিক অ'ভিস'ন্ধি পূরণ করছে ওয়েইসি। আমরা মৌ'লবা'দীদের শ'ত্রু বলে গণ্য করি। তবে ধর্ম নিয়ে রাজনীতি করা নেতাদের চিনে উঠতে পরি না। কারণ তারা গণতন্ত্রের আড়ালে ধর্মতন্ত্র চালায়।’

তসলিমার এহেন বয়ানে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোচনা। তবে বিশ্লেষকদের একাংশের মত ভারতের মতো দেশে ধর্মকে রাজনীতির হা'তি'য়ার করা নতুন কিছু নয়। তসলিমা নিজেও ধর্মীয়ও উ'ন্মা'দনার শি'কা'র। তার এই পর্যবেক্ষণ সঠিক। ভারতের মতো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশের পক্ষে সবচেয়ে বেশি ক্ষ'তিকারক ওয়েইসির মতো নেতার। কারণ জাকির নায়েকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া গেলেও ওয়েইসির মতো নেতারা জনমতকে হা'তি'য়ার করে পার পেয়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে রীতিমতো আ'গ্রা'সী হয়ে উঠেছেন আসাদউদ্দিন ওয়েইসি। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তার দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। 

এর আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তু'লোধো'না করে ওয়েইসি বলেছিলেন, ‘বাংলায় মুসলমানরা সুরক্ষিত নয়। দীর্ঘদিন ধরে তাদের ঠ'কি'য়ে আসছে তৃণমূল। বাংলায় বিজেপি কী করে ৪২টির মধ্যে ১৮টি লোকসভা আসন পেল। সেই জবাব দিন মুখ্যমন্ত্রী।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে