প্রবাস ডেস্ক : লন্ডনে আল-কোরআন একাডেমির উদ্যোগে ৮বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইসলামি বই মেলা। তিন দিনব্যাপী এই মেলায় রয়েছে ঢাকা ও কলকাতার নামিদামি বহু লেখকের ইসলামি বই, কোরআনের তাফসির, হাদিসসহ বিভিন্ন ইসলামিক বইয়ের বিশাল সমারোহ।
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ইস্ট লন্ডন মসজিদের এলএমসি’র প্রধান হলে ২৩ নভেম্বর শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই মেলায় শিশু-কিশোর, নারী-পুরুষ, লেখক, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ বছর মেলার প্রথম দিনেই জমে উঠেছে। মেলায় শিশু-কিশোরসহ সব বয়সের পাঠকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। আয়োজকরা জানান, ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত ৭ বছরে এই মেলায় বিক্রি হয়েছে প্রায় ৮০ হাজার বই।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রকাশনীর স্টলগুলোতে চলছে বিশেষ ছাড়। মেলায় ছোটদের জন্য আছে রকমারি ইংরেজী বইয়ের সমাহার, সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামি ক্যালিওগ্রাফি কর্নার সব বয়সের পাঠক লেখকদের আ'কৃ'ষ্ট করছে। ইসলামি বইমেলায় মেলায় স্বপরিবারে আসার আহ্বান জানিয়েছেন ইসলামিক ব্যক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আল কুরআন একাডেমির চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ, লেখক গবেষক ড. এম এ বারী, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ আব্দুল কাইয়ুম, ইসলামিক চিন্তাবিদ আব্দুর রহমান মাদানী, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, মুসলেহ ফারাজি, হাবিবুর রহমান প্রমুখ।