বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ০৭:১৮:১৩

লেবাননের এক আবাসিকে অভিযান, ৩৫ বাংলাদেশি নারীসহ ৭০ জন আ'টক

লেবাননের এক আবাসিকে অভিযান, ৩৫ বাংলাদেশি নারীসহ ৭০ জন আ'টক

প্রবাস ডেস্ক : লেবাননের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩৫ বাংলাদেশি নারীকর্মীসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জনকে আ'ট'ক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে বৈধ ভিসাধারী (আকামা) শ্রমিকও রয়েছেন। কী কারণে তাদের আ'ট'ক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

আ'ট'ক প্রবাসীরা বর্তমানে ইজদাইদি ইমিগ্রেশন পুলিশের হে'ফা'জতে আছেন। বুধবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় রাজধানী বৈরুতের ডিকুয়ানি এলাকায় আউন মার্কেট সংলগ্ন সেন্টার মারিয়া জেস নামের ছয়তলা ভবনে থেকে তাদের আ'ট'ক করা হয়।

জানা গেছে, নারীকর্মীরা সকালে কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। দুটি গাড়িতে এসে বিপুল সংখ্যক ইমিগ্রেশন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় প্রবাসীদের মধ্যে আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে বৈধ-অ'বৈ'ধ বাংলাদেশি নারীকর্মীসহ ৭০ প্রবাসীকে আ'ট'ক করে।

ভবনটিতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিসহ অন্য দেশের প্রায় ৩০০ প্রবাসী বাস করতেন। তাদের মধ্যে দুইশোর অধিক বাংলাদেশি।

স্থানীয় প্রবাসীরা জানান, ইকামা থাকা সত্ত্বেও অনেক নারীকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া অ'বৈ'ধদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নিবন্ধন করেছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, আ'ট'ক বাংলাদেশিদের ব্যাপারে জানতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশ থেকে নারীকর্মীরা গৃহকর্মী ভিসায় লেবাননে আসেন। দেশটির আইন অনুযায়ী, নারীকর্মীদের নিয়োগকর্তার স্থান ব্যতীত অন্য কোথাও থাকা নি'ষে'ধ। দীর্ঘদিন পর দেশটির ইমিগ্রেশন পুলিশের হঠাৎ এমন অভিযানে দেশটির অ'বৈ'ধ শ্রমিকরা আ'ত'ঙ্কগ্র'স্ত বলে জানান সংশ্লিষ্টরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে