বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০৬:৪৭:৩০

মালয়েশিয়ায় অ'বৈধ হয়ে পড়া বাংলাদেশিদের পদে পদে বি'প'দ!

মালয়েশিয়ায় অ'বৈধ হয়ে পড়া বাংলাদেশিদের পদে পদে বি'প'দ!

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ পথে যাওয়া বা কোনো কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের পদে পদে বি'প'দ। তাদের দেশে ফিরতে হচ্ছে, সেখানে বৈধতা পাওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। কিন্তু তাতেও বি'প'ত্তি! দালালদের হ'য়রা'নি, সিন্ডিকেটের 'বাণিজ্যে' নাজেহাল নি'রী'হ বাংলাদেশিরা। 

ট্রাভেল পাস জাল করা এমনকি কি'ডন্যা'প এর মতো গু'রু'তর ঘটনাও ঘ'টা'চ্ছে দালাল চ'ক্র। এরই মধ্যে দালালের কা'রসা'জিতে দেশে ফিরতে গিয়ে কারাগারে যেতে হয়েছে অন্তত ২০ জন বাংলাদেশিকে। কুয়ালালামপুরে ইমিগ্রেশন তাদের আ'ট'কে দেয়। জা'লিয়া'তির দায় পড়েছে আ'ট'ক ভূক্তভোগীদের ওপর। 

আদালত তাদের জেলে পাঠিয়ে দিয়েছে। দূতাবাসে কাঙ্খিত সেবা ও সহায়তা না পাওয়ার অভিযোগ- সে তো অনেক পুরনো। যারা এতো বা'ধা পেরিয়ে দেশে ফেরার প্রকৃত ডকুমেন্ট হাতে পেয়েছেন তাদের ওপর খাঁড়ার ঘা বা নতুন বি'প'দ হচ্ছে বিমান টিকেট।

একমাত্র সরকারী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা টিকেট যেখানে আট থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে সারা বছর, এখন সেই টিকেটের মূল্য চল্লিশ হাজারের কোটায়। সেটাও সোনার হরিণ। 

একটি সূত্রের দাবি, ডিসেম্বরে শেষ দিনগুলোতে বিমানের ঢাকা ফেরার কোন টিকেটই গতকাল থেকে আর পাওয়া যাচ্ছে না। কেবল বিমানই নয়, বাংলাদেশের বেসরকারী অন্য বিমান সংস্থাগুলো যাদের কুয়ালালামপুর রুটে নিয়মিত ফ্লাইট রয়েছে তাদেরও ডিসেম্বরের প্রায় ৬০-৭০ ভাগ টিকেট অ্যাডভান্স বিক্রি হয়ে গেছে। 

একটি বিমান সংস্থা কুয়ালালামপুর রুটে শিডিউলের অতিরিক্ত ৩টি (বাড়তি) ফ্লাইট যুক্ত করেছে দেশটি ভ্রমণেচ্ছু ঢাকাইয়া পর্যটকদের জন্য। সরকারী-বেসরকারী বিমান সংস্থার দায়িত্বশীল প্রতিনিধিরা অবশ্য বলছেন- ডিসেম্বরে এমনিতেই পূর্বের দেশগুলোতে ভ্রমণেচ্ছুদের চা'প বেড়ে যায়।

সেখানে মালয়েশিয়া ঘোষিত বিদেশীদের দেশে ফেরা কর্মসূচি হয়ত চা'পটাতে মাত্রা যুক্ত করেছে। কুয়ালামপুর মিশন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মতে, অ'বৈ'ধ বিদেশীদের জন্য মালয়েশিয়ান সরকার নির্ধারিত দেশে ফেরা কর্মসূচী ‘ব্যাক ফর গুড’-এর কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ১লা আগস্ট থেকে। এর মেয়াদ শেষ হচ্ছে ৩১ শে ডিসেম্বর। প্রায় ৩৪ হাজার বাংলাদেশি ওই সুযোগ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

পাসপোর্টবি'হী'ন ওই বাংলাদেশিদের জন্য দূতাবাস ট্রাভেল পারমিট ইস্যু করছে। মালয়েশিয়ান সরকার নির্ধারিত ৭০০ রি'ঙ্গি'ত জ'রিমা'না দিয়ে তাদের বিনা বা'ধায় দেশে ফেরার কথা। অনেকে সুযোগটি নিচ্ছে দেরিতে। ফলে ফ্লাইটের ওপর চা'প পড়ছে। সূত্র : মানবজমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে