শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ০৬:৪৪:২৫

বেলজিয়ামে মসজিদে তালা, প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ সভা

বেলজিয়ামে মসজিদে তালা, প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ সভা

প্রবাসী ডেস্ক : বেলজিয়ামের এন্টারপেন শহরে মসজিদ বন্ধ করে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ কমিউনিটি এন্টারপেনবাসী। জানা গেছে, প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীরা ২০০১ সালে মসজিদটি নিমার্ণ করেন। 

এটাতে প্রায় ১৮ বছর ধরে এন্টারপেন শহরের বিভিন্ন দেশের মুসল্লিরা নামাজ আদায় করেন। গত ২২ নভেম্বর শুক্রবার অভিযোগের ভিত্তিতে এন্টারপেন মহানগরী পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী নূর শামীম, তছু মিয়া, বাদল আহমেদ, আহমেদ শামীম (ত্রিপুরা) ও গোলাম নবী শ্যামল।

বক্তারা বলেন, শত শত মুসল্লি জুম্মার নামাজ না পড়ে ফিরে যান এবং ক্ষোভ প্রকাশ করেন। সবাই এই মসজিদ বন্ধের সুষ্ঠু বিচার দাবি করেন এবং শিগগিরই মসজিদ খুলে দেয়ার জোর দাবি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন আহমেদ মিঠু, রুবেল, শহিদুল হক, রুবেল, মাসুম পারভেজ, শহিদুল্লা, তাহের খান, আনোয়ার পাটওয়ারী, সুমন, আশিক আহাম্মেদ, আসিফ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে