প্রবাস ডেস্ক : বিশিষ্ট মুক্তিযো'দ্ধা ও অ'বি'ভ'ক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে নিউ ইয়র্কে অনুষ্ঠিত নাগরিক শো'কসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন সত্যিকারের একজন মানবতাবাদী উদার মনের রাজনীতিক।
দলীয় রাজনীতি করলেও তার কর্মকা'ন্ড ও দৃ'ষ্টিভ'ঙ্গী ছিল দলমতের অনেক উর্দ্ধে। সরকারি দায়-দায়িত্ব পালনকালে তিনি কখনও কারো প্রতি বৈ'ষ'ম্য করেননি। তার মৃ'ত্যুর পর সেটার প্রমাণ মিলেছে পরিষ্কারভাবেই। আর তাই নিজের কর্মের মধ্যেই তিনি বেঁচে থাকবেন আরও বহুকাল।
গত রোববার রাতে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলোজিনো কনভেনশন সেন্টারে এই শো'কসভা আয়োজিত হয় প্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজের উদ্যোগে।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান ইউসুফজাই সালুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদেক হোসেন খোকার কন্যা সারিকা হোসেন দৃষ্টি ও বোন নারগিস বেগম। স্মৃ'তিচা'র'ণমূলক আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।