প্রবাস ডেস্ক : ভারতের হায়দরাবাদে এক তরুণীকে নৃ'শং'সভাবে ধ'র্ষ'ণ ও হ'ত্যা করার ঘটনায় উ'ত্তা'ল হয়ে উঠেছে গোটা ভারত। এমনকি ওই ধ'র্ষ'কের মৃ'ত্যুদ'ণ্ড হওয়া উচিৎ বলে মনে করেছেন একাধিক সাংসদও।
এদিকে এই প্রসঙ্গে বি'ত'র্কি'ত লেখিকা তসলিমা নাসরিন মনে করেন, ধ'র্ষ'কদের মেরে কোনও লাভ নেই। সবার আগে পুরুষতা'ন্ত্রিক শিক্ষাকেই শে'ষ করতে হবে। আজ বুধবার এক ট্যুইট বার্তায় এমনটাই জানালেন তিনি।
তিনি লিখেন, ‘পুরুষতা'ন্ত্রিক শিক্ষা শেখায় যে মহিলারা নি'কৃ'ষ্ট প্রজাতির। শুধু সে'ক্স অ'বজে'ক্ট ছাড়া আর কিছুই নয়। যৌ'নবৃ'ত্তিকে আ'ই'নি ত'ক'মা দিয়ে এ কথা আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পুরুষের কাছে মহিলারা সে'ক্স স্লে'ভ ছাড়া কিছুই নয়। সুতরাং মহিলাদের ধ'র্ষ'ণ করা বা অ'ত্যা'চার করা অস্বাভাবিক কিছু নয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হায়দরাবাদে পশু চিকিৎসক ওই তরুণীকে ধ'র্ষ'ণ করে হ'ত্যা করা হয়। পরে হায়দরাবাদের মূল শহর থেকে কিছুটা দূরে চাতানপল্লির কাছে একটি কালভার্টের নীচে থেকে তার দেহ উ'দ্ধা'র করা হয়।