শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৬:১৩

আমার মত নাস্তিকদেরও নাগরিকত্ব দেওয়া উচিত : তসলিমা নাসরিন

আমার মত নাস্তিকদেরও নাগরিকত্ব দেওয়া উচিত : তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : বৃহস্পতিবার নাগরিকত্ব সং'শো'ধনী বিল রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন বাংলাদেশের বি'ত'র্কি'ত লেখিকা তসলিমা নাসরিন।

শুক্রবার সিএবি নিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, 'চিন্তার কী আছে, ভারত বিশাল মুসলিম জনসংখ্যাকে কোথাও পাঠিয়ে দিচ্ছে না। এটা শুধুমাত্র অ'বৈ'ধ অভিবাসীদের জন্য। পাশ্চাত্যের বহু দেশ এখন মুসলিমদের গ্রহণ করতে চায় না। আমরা সকলেই জানি তা কেন। যাইহোক আমি গতকাল একটা ফরাসি সিনেমা 'তাজ মহল' দেখালাম যা মুম্বাই স'ন্ত্রা'স হা'ম'লার উপর তৈরি'।

এবিষয়ে জাতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'এটা খুব ভালো খবর যে দেশের বৌদ্ধ, জৈন, এবং অন্যান্যরা নাগরিকত্ব পাবেন, মুসলিমরা পাবেন না। যারা মুসলিম নয় যেমন আমি নাস্তিক পাশাপাশি উদারনীতিক মুসলিম এবং ফ্রি থিঙ্কারদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে ভালো হয়।'

এদিনই দ্বিতীয় ট্যুইট করার ঘন্টা দু'য়েক আগে আরও একটি ট্যুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন, 'আমি বাংলাদেশ থেকে ভারতে যাইনি। আমি সুইডেন থেকে ভারতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভারত থাকার জন্য অনেক ভাল একটি দেশ। অনেক হিন্দু যারা ইউরোপে থাকেন তারা আমার মতন ভাবেন না। দেশ তাদেরই হওয়া উচিত যারা দেশকে ভালোবাসেন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে