শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০১:১৯:২২

ভারতের নতুন নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী নয় : তসলিমা নাসরিন

ভারতের নতুন নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী নয় : তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক : উত্তর-পূর্ব ভারতসহ সারা ভারতে সংখ্যাল'ঘুরা যখন ক্যাবের প্র'তিবা'দে উ'ত্তা'ল, তখন বাংলাদেশের নির্বাসিত লেখিকা ও বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন উল্টো পথে হাঁটলেন। 

শুক্রবার একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাত্‍কারে তসলিমা বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব বিল মোটেও মুসলিম বিরোধী নয়। ইসলামের গোঁড়ামির বিরুদ্ধে বরাবরই সোচ্চার বাংলাদেশের নির্বাসিত লেখিকা।

তসলিমা বলেন, '‌ভারত মোটেও তার নিজস্ব মুসলিম জনগণদের ফেরত পাঠাবে না।'‌ বাংলাদেশের সামাজিক তা'ড়'নায় নিজের দেশ ছাড়তে বা'ধ্য হওয়া '‌লজ্জা'‌-র লেখিকা জানালেন এই বিল পাস হওয়ায় তিনি খুশি।

তসলিমার সোজাসাপটা মন্তব্য, '‌ইসলাম সমাজ স'মালো'চকদের ঘৃ'ণা করে। আমাদের মতো মুক্তমনা, না'স্তি'করাই সব থেকে বেশি ভোগেন এক্ষেত্রে।'‌ একসময় দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশি সাহিত্যিককে। সেসময় এই সাহিত্যিককে আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে। ‌বর্তমানে দিল্লি থাকেন তসলিমা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে