রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৬:৪৪

সৌদির জান্নাতুল বাকি মসজিদের সামনে সড়ক দুর্ঘ'টনায় মামা-ভাগিনা নিহ'ত

সৌদির জান্নাতুল বাকি মসজিদের সামনে সড়ক দুর্ঘ'টনায় মামা-ভাগিনা নিহ'ত

প্রবাস ডেস্ক: সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় আসার পথে গাড়ি উ'ল্টে ২ জন বাংলাদেশি নিহ'ত হয়েছে। এতে আরও ৩ জন আহ'ত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে জেদ্দার জান্নাতুল বাকি মসজিদের সামনে এ দুর্ঘ'টনা ঘটে।

নিহ'ত সাজ্জাদ (২৬) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে এবং মেহজাবিন ফাহিম (২৪) বন্দরের সালেহনগর এলাকার ভূঁইয়া বাড়ির (হাজী বাবা সালেহর মাজার সংলগ্ন) সালাউদ্দিনের ছেলে। নিহ'ত দুই জন মামা-ভাগিনা।

আহ'তরা হলেন- মতিউর রহমান (৩০), হানিফা (২৪) ও সেলিম (৩৪)। নিহ'ত ও আহ'তরা জেদ্দায় একটি মাছের মার্কেটে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।সৌদি প্রবাসী ফারাবি ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহাদ নিহ'ত ফাহিমের ছোট ভাই। তারা উভয়ে সৌদিতে মাছ বাজারে কাজ করতেন।

ফাহাদ জানা, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তার বড় ভাই ও মামা মদিনা থেকে জেদ্দায় যাবার পথে মদিনা রোডে গাড়ি উ'ল্টে মা'রা গেছেন।মুছাপুর ইউপি সদস্য খলিলুর রহমান জানান, বাজুরবাগ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে সাজ্জাদ, পার্শ্ববর্তী পিছকামতাল গ্রামের মো. হারুজ মিয়ার ছেলে সেলিম, মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, পার্শ্ববর্তী ধামগড় ইউপি জাঙ্গাল গ্রামের মতিউর রহমান ও বন্দর ভূঁইয়া বাড়ি এলাকার সালাউদ্দিনের মেজবাহ উদ্দিন ফাহিম তিন বছর পূর্বে মাছের আড়তের কাজে সৌদি আরবে যায়। মাছের বকেয়া টাকা আনতে একটি প্রাইভেট কার দিয়ে শুক্রবার জেদ্দা থেকে মদিনা পৌঁছান।

পরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে শুক্রবার (বাংলাদেশ সময়) রাত ১টার দিকে জান্নাতুল বাকি এলাকার মসজিদের সামনে প্রাইভেটকার উ'ল্টে ঘট'নাস্থ'লে সাজ্জাদ ও ফাহিম মা'রা যায়। এ সময় ওই গাড়িতে থাকা মতিউর রহমান, হানিফা ও সেলিম নামের তিনজন গু'রু'তর আহ'ত হন।

এদিকে প্রবাসে সড়ক দূর্ঘ'টনায় একই উপজেলার দুইজনের মৃত্যু ও আহ'ত তিনজনের পরিবারের স্বজনদের মধ্যে চলছে শো'কের মাত'ম। স্বজনরা দ্রুত নিহ'ত দুইজনের ম'রদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে