বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০৪:৫৭:১৬

বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেয়ার ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারান। ৭ জানুয়ারি দেশটির এক দৈনিক পত্রিকায় বলা হয়েছে, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নি'ষেধা'জ্ঞার ঝুঁকি এড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ‘শূন্য-ব্যয়ে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।

দেশটির মানবসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন চুক্তির শর্তগুলি নেপালের কর্মী নিয়োগের ক্ষেত্রে যে চুক্তি হয়েছে তার অনুরূপ চুক্তি হবে বাংলাদেশের সঙ্গে।

এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ রোববার জানিয়েছেন, ব্যয় ও স্বচ্ছতা ব্যবস্থার সমাধান হওয়ার আগে সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে না। একদিনের ব্যবধানে ৭ জানুয়ারি সোমবার বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেওয়ার বার্তা দিলেন দেশটির মানবসম্পদমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে