প্রবাস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বনগাঁ শহরের এক আবাসিক হোটেল থেকে বাংলাদেশি নারীর ম'রদে'হ উ'দ্ধা'র করা হয়েছে। গ'লায় ওড়না পেঁ'চি'য়ে তাকে খু'ন করা হয়েছে বলে ধা'রণা করছে স্থানীয় পুলিশ। ওই ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নি'খোঁ'জ। বৃহস্পতিবার দুপুরে বনগাঁ শহরের একটি হোটেলে এই ঘট'না ঘটে।
নিহ'ত আসমা বেগম (৪০)-এর ম'রদে'হ উ'দ্ধা'র করে ময়'নাত'দ'ন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আসমা বেগমের বাড়ি যশোর জেলায়। আসমার স্বামী আবদুল কাসেম ওইদিন সকালে পে'ট্রাপোল দিয়ে বাংলাদেশে পা'লি'য়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। প্রাথমিক ত'দ'ন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর বিবাহ ব'হির্ভূ'ত সম্প'র্ক রয়েছে বলে কাসেম স'ন্দে'হ করতো। যা নিয়ে নিজেদের মধ্যে অ'শা'ন্তি চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে আসমা, কাসেম এবং মনোয়ারা বেগম নামে তিনজন পে'ট্রাপোল সীমা'ন্ত দিয়ে ভারতে যান। তারা বনগাঁ শহরের একটি হোটেলে ঘর ভাড়া নিয়েছিল। সকলের বাড়ি বাংলাদেশের যশোর জেলা কোতোয়ালি থানার হাসপাতালপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, হোটেলের তিন তলায় দু'টি ঘর ভাড়া নিয়েছিল পরিবারটি। একটি ঘরে আসমা এবং তার খালা মনোয়ারা ছিলেন। অন্য ঘরে কাসেম একা ছিলেন।