প্রবাস ডেস্ক : ভারত তাকে নিরা'পদ আশ্রয় দিয়েছে। বি'পদে পাশে দাঁড়িয়েছে ঠিকই। কিন্তু নাগরিকত্ব দেয়নি। বাংলাদেশি অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দানের সিদ্ধান্তের প্রশংসা করলেও মুসলিমদের কেন অন্তর্ভুক্ত করা হব না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিন।
ভারতের কোঝিকোড়েতে কেরালা সাহিত্য উত্সবে যোগ দিয়ে বাংলাদেশের নির্বাসিত লেখিতা তসলিমা নাসরিন সিএএ তে মুসলিমদের অন্তর্ভুক্তির দাবিতে সরব হয়েছেন। তসলিমা দাবি করেছেন বাংলাদেশে অসংখ্য মুক্তমনা মুসলিমকে অত্যা'চারিত হতে হয়। ভারত যদি তাদের নাগরিকত্ব প্রদান করে তাহলে তারা নিরাপদ আশ্রয় পান।
বাংলাদেশে একের পর এক ব্লগারের খু'নের ঘটনার কথা এই প্রসঙ্গে বলেছেন তিনি। তসলিমার দাবি বাংলাদেশের অনেক মুক্তমনা মুসলিম ব্লগারকে প্রাণ বাঁচাতে ইউরোপ আমেরিকায় পালিয়ে যেতে হয়েছে। তারা ভারত যদি তাদের নাগরিকত্ব প্রদান করে তাহলে তাদের দূরে যেতে হয় না প্রাণ বাঁচাতে।
বাংলাদেশি, আফগানিস্তান ও পাকিস্তানি হিন্দুদের ভারতের নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্তে প্রশংসা করেছেন তসলিমা নাসরিন। ভারত সরকারের এই সিদ্ধান্ত উদারতার পরিচয় বলে মনে করেন তিনি। তবে এতে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হলে সেটা আরও ভাল হত বলে মনে করেন লেখিকা। বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর ভারতে পালিয়ে গিয়েছিলেন তসলিমা।