রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০১:৫২:৪৪

চীনে আট’কা পড়েছে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী, দেশে ফেরার আকুতি

চীনে আট’কা পড়েছে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী, দেশে ফেরার আকুতি

‘করোনা ভাই’রাস’ সং’ক্র’মণের ফলে চীনসহ এশিয়ার কয়েকটি দেশে যে রোগ ছ’ড়িয়ে পড়েছে – তাতে এ পর্যন্ত ৫৬ জনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় দেড় হাজার মানুষ। ভাইরা’সটি কোন একটা প্রাণী থেকে মানুষের দেহে ঢু’কেছে এবং একজন থেকে আরেকজনের দে’হে ছ’ড়াতে ছড়া’তে আবার নিজের জিনগত গঠনে সবসময় পরিবর্তন আনছে – যাকে বলে মিউটেশন।

এদিকে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসংখ বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। এছাড়াও কর্মরত আছেন বহু বাংলাদেশী প্রবাসী । তারাও করোনাভা’ইরা’স আ’তঙ্কে ভুগছেন। জানা যায়, শুধু মাত্র হুবেই প্রদেশের যে উহান শহরই আট’কা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী।

তবে এখন পর্যন্ত তাদের কোনো প্রকার কোনো খোঁ’জ নেয়া হয়নি বলে অনেকেই দেশে ফেরার আকুতি জানিয়েছেন সামাজিকমাধ্যম ফেসবুকে। এদিকে বাংলাদেশী শিক্ষার্থীদের কোনো খোঁজ’খবর নেয়নি বলে অ’ভিযোগ করেছেন চীনের হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজির বাংলাদেশি শিক্ষার্থী রাকিবিল তূর্য (২৩)।

শনিবার নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের খোঁ’জখবর নেয়া হচ্ছে এমন নিউজ বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হলেও এ খবর ভিত্তিহীন। আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার কোনো খোঁ’জ নেয়া হয়নি।’

তূর্য আর লেখেন, সম্প্রতি চায়নাতে ছড়িয়ে পড়া করোনাভাইরা’সে আ’ক্রা’ন্ত শহর উহানে আমি বাস করছি। এখানে আমরা প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত।

তিনি বলেন, “উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল ব’ন্ধ করে দেয়া হয়েছে। করোনাভাইরা’সে আক্রা’ন্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন মা’রা গেছে এবং ৬০০-এরও বেশি মানুষ এতে আ’ক্রা’ন্ত হয়েছে। আমরা চাইলেও এখন নিজ দেশে ফিরে যেতে পারছি না।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে