মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:২২:৩৯

৭ দিন ধরে ঘরে ব'ন্দী, চীনের উহানে আ'টকা পড়া বাংলাদেশির আ'কুতি

৭ দিন ধরে ঘরে ব'ন্দী, চীনের উহানে আ'টকা পড়া বাংলাদেশির আ'কুতি

প্রবাস ডেস্ক : চীনে প্রা'ণঘা'তী করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই ভাই'রাস সং'ক্র'মণের কেন্দ্রস্থল চীনের উহান শহরে আ'টকে পড়া বাংলাদেশিদের দিন কা'টছে উ'দ্বে'গ ও উৎ'ক'ণ্ঠায়। দেশে ফেরার আ'কুতি জানিয়েছেন তারা। উহানে চায়না ইউনিভার্সিটি অব জিও সায়েন্সেসে পিএইচডি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইশরাত জাহান লিজা। 

মঙ্গলবার দুপুরে তিনি বলেন, সাত দিন ধরে ঘরে ব'ন্দী, বাইরের আলো বাতাস নিতে পারছি না। উহানের রাস্তাঘাট একেবারে জনশূ'ন্য। যে কোনো সময় যে কেউ আ'ক্রা'ন্ত হতে পারে। এই আ'ত'ঙ্কে দিন কা'টছে আমাদের। কেউ আ'ক্রা'ন্ত হলে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে চীন সরকার।

স্বামী ও সন্তানকে নিয়ে উহানে এক ভ'য়াব'হ পরি'স্থি'তি মো'কাবে'লা করছেন বলে জানান লিজা। তিনি বলেন, আমার ছোট বাচ্চা ঘরে ব'ন্দী থাকায় তার মা'নসিক সম'স্যা হচ্ছে। শুনেছি বাংলাদেশ সরকার আমাদের ফেরত নেওয়ার চেষ্টা করছে কিন্তু কবে নেবে তা জানি না।

উহানে বসবাস করা তিন শতা'ধিক বাংলাদেশিদের এখনও কেউ করোনা ভা'ইরাসে আ'ক্রা'ন্ত হননি বলে জানান ইশরাত জাহান লিজা। ২৩ জানুয়ারির পর কোনো বাংলাদেশিও উহান থেকে দেশে ফেরেন নি বলে জানান লিজা। বাংলাদেশে যেন করোনা ভাই'রাস ছড়িয়ে পড়তে না পারে এজন্য বিমানবন্দরে ক'ঠো'র পদক্ষেপ নেওয়ার অনুরো'ধ জানিয়েছেন লিজা।

শুধু লিজা নন উহানে যেসব বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছেন তাদের অধিকাংশই দেশে ফেরার আকু'তি জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফিরে আসার আ'কুতি জানিয়েছেন এবং বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়েছেন। শিক্ষার্থীদের জানিয়েছেন, উহান থেকে বাস, ট্রেন ও বিমান চলাচল ব'ন্ধ করে দেওয়ায় বেশিরভাগ মানুষ ঘরে থাকছেন। যোগাযোগ বি'চ্ছিন্ন থাকায় খাবারের সং'কটেরও আ'শ'ঙ্কা দেখা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে