প্রবাস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে কৃষাঙ্গ যুবকের গু'লিতে বাংলাদেশি তরুণী নিহ'ত হয়েছে। শুক্রবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। সিনথিয়া কস্তা (২২) নামের এই তরুণী তার কৃষা'ঙ্গ প্রেমিক ডেরিক ম্যানের সঙ্গে দেখা করতে গেলে এ মর্মা'ন্তিক ঘটনা ঘটে। শুক্রবার ইন্ডিয়ানা পুলিশ ফোন করে সিনথিয়ার বাবা এন্ড্রু ডি'কস্তাকে মৃ'ত্যুর খবর নিশ্চিত করে।
সিনথিয়া তার বাবা এন্ড্রু ডি'কস্তা ও মা সিসিলিয়া কস্তা মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে নিজ বাড়িতে বসবাস করতেন। এ ঘটনা মেট্রো ওয়াশিংটনের বাঙালি সত্যের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহ'তের মা সিসিলিয়া জানায়, চাকরি সুবাদে সিনথিয়া ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনে গেলে ডেরিক নামের এক কৃষাঙ্গ যুবকের সঙ্গে দেখা হয়। প্রথম দেখাতে সিনথিয়াকে ভালো লাগলে ডেরিক তাকে বিয়ের প্রস্তাব দেয়।
সিনথিয়া বিষয়টি নিয়ে মা বাবার সঙ্গে আলাপ করে। তারা যুবকে দেখতে চাইলে সে ওই যুবককে বাসায় নিয়ে পরিচয় করিয়ে দেয়। সেনাবাহিনীতে কর্মরত সুঠাম দেহের ডেরিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে না চাইলে সিনথিয়া নিজের তাগিদে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। যুবক ভার্জিনিয়ায় থাকতে সিনথিয়া প্রায় যুবকের বাড়ি চলে যেত। এক সময় যুবকের সঙ্গে খুনসুটি দেখা দিলে সিনথিয়া ছয় মাস পূর্বে মা বাবার কাছে চলে আসে।
মা কারণ জানতে চাইলে সিনথিয়া জানায়, ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে এবং তাকে ইন্ডিয়ানা নিজ বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু সে আত্মীয়-স্বজন ছেড়ে মেরিল্যান্ড ছাড়তে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্যের কারণে সে চলে আসে ছয় মাস পূর্বে। ১৩ জানুয়ারি সিনথিয়া নিজে ড্রাইভ করে ইন্ডিয়ানা যুবকের সঙ্গে দেখা করতে যায় মা বাবার বাঁ'ধা উপেক্ষা করে। সিনথিয়া ইন্ডিয়ানা থেকে তার মায়ের সঙ্গে প্রতিদিন টেলিফোনে বলতো সব ঠিক আছে।
শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে বলে, তার মেয়ে গু'লিতে নিহ'ত হয়েছে। পুলিশ ইতোমধ্যে যুবককে গ্রেফতার করেছে। প্রথমে ঘটনা আত্মহ'ত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পরে ময়না ত'দ'ন্তে দেখা গেছে তাকে পেছন থেকে মাথায় গু'লি করে হ'ত্যা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন যুবককে জেরা করলে সে খু'নের কথা স্বী'কার করে। মৃ'তদেহ এখনও ইন্ডিয়ানা মর্গে রয়েছে।
এ ঘটনায় ওয়াশিংটন বাঙালি পাড়ায় তোল'পাড় সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক নিজ সন্তানদের কথা চিন্তা করে আ'তং'কে আছে। এই ঘটনায় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ মিশ্র প্রতি'ক্রিয়া ব্যক্ত করেছেন। মেট্রো ওয়াশিংটনে দীর্ঘদিন করে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোসেফ বাবলু গমেজ। তিনি তার টুইট বার্তায় লিখেছেন, 'আমাদের সমাজের জন্য খুবই দুঃ'খজনক ঘটনা। বর্তমান ও আগামী অভিভাবকদের উচিত নতুন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু সন্তানদের সামনে তুলে ধরা যা পূর্বে ছিল না।'
পিতামাতাকে বর্তমান প্রজন্মের মিশ্র সংস্কৃতি এবং সন্তানদের ঘ'নি'ষ্ঠ বন্ধু-বান্ধবের ওপর পর্যবেক্ষণ করতে হবে। সন্তানরা যেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেতে পারে সে দিকে উৎসাহ দিতে হবে। বাংলাদেশ খ্রিষ্টান কমিউনিটি সোসাইটির প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা বাবলু ডি'কস্তা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনা থেকে পিতামাতারা শিক্ষা নিতে পারে। শত ব্যস্ততার মধ্যেও সন্তানকে প্রচুর সময় দিতে হবে।
তিনি বলেন, আমরা এই দেশে এসেছি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন তাদের জন্য দিন-রাত কাজ করতে গিয়ে যদি সন্তান বিপথে যায় তাহলে এদেশে এসে কি লাভ? রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রবাসী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট সুবাস আব্রাহাম ডি'কস্তা বলেন, পিতামাতাকে আরও সচেতন হতে হবে। ছেলে-মেয়ে কোথায় যায়, তার বন্ধুরা কেমন পরিবেশের এই বিষয়ে খোঁ'জ নিতে হবে।
বাবলু ডি'কস্তা বলেন, সন্তানদের বেশি সময় ধরে ইন্টারনেট, মোবাইল এবং ট্যাব ব্যবহার থেকে দূরে রাখতে হবে। সর্বোপরি সন্তানকে নৈতিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করতে হবে। আদর্শ পরিবার ঘটনা পিতামাতার ভূমিকা অনেক। সুন্দর পরিবার গঠনে পিতামাতার ভূমিকা কি কি তা জানতে হবে। তিনি এ ঘটনার দৃষ্টা'ন্তমূলক শা'স্তি দাবি করেন।