শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ১২:০৪:৪১

বিশেষ বিমানে আজ ফিরছেন চীনে আ'টকেপড়া ৩৭০ বাংলাদেশি

বিশেষ বিমানে আজ ফিরছেন চীনে আ'টকেপড়া ৩৭০ বাংলাদেশি

নিউজ ডেস্ক : করোনাভাইরা'সের মধ্যে চীনে আট'কে পড়া ৩৭০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে আজ। শুক্রবার (৩১ জানুয়ারি) একটি বিশেষ বিমান যাচ্ছে চীনে। রাতেই সেখান থেকে আট'কে পড়া বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সকালে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে এ বিষয়ে জানাবেন বলে স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন।

এদিকে, গতকাল বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সম্মেলনে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরা'স প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যে ৩৭০ জন বাংলাদেশি ফিরে আসছেন, তাঁদের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তাঁদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আর তাঁদের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, সেই দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চীন সরকার বলেছে, যেসব বাংলাদেশি সেখানে থাকতে চান, তাঁদের সব ধরনের সেবা-খরচ চীন সরকারই বহন করবে। তবে আমরা তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে পুরোপুরি প্রস্তুত।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে