শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ১০:১৯:২৪

বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো কাতারের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হলো কাতারের শ্রমবাজার

প্রবাস ডেস্ক: সাময়িক বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে কাতারের শ্রমবাজার। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সং'কটের সমাধান করায় দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। অপ্রী'তিকর ঘটনা এড়াতে প্রবাসীদের কাতারের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটির নেতারা।

গত বছর জুলাইয়ে বাংলাদেশি প্রবাসীদের হাতে নেপালের দুই নাগরিক খু'ন হওয়ার পর কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করে দেয় কাতার সরকার। এতে বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি রফতানি বন্ধ হয়ে যায়।

সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর আবারও শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে কাতার। নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় খুশি প্রবাসীরা।
প্রবাসী জামাল হোসেন জানান, কাতারে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালু করায় কাতার সরকারকে ধন্যবাদ জানাই।

প্রবাসী হাসান মাবুদ বলেন, 'অন্যদেশের অভিবাসীদের সঙ্গে ঝা'মেলায় না জড়িয়ে বাংলাদেশিদের কাতার সরকারের আইন মেনে চলতে হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে